সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ আজ বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করে। গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম তাঁকে গ্রেপ্তারের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টার কিছুসময় পর খায়রুল হককে তাঁর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে তিনটি মামলা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক।
দেশের ১৯-তম প্রধান বিচারপতি হিসাবে এবিএম খায়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর। পরের বছর (২০১১) ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন।