ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার দিতে ভারতের একটি চিকিৎসক দল বাংলাদেশে এসে পৌঁছেছে।
বুধবার (২৩ জুলাই) ঢাকায় ভারতীয় দূতাবাসের সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদারজং হাসপাতালের এ বিশেষজ্ঞ চিকিৎসকরা বার্ন চিকিৎসায় অভিজ্ঞ। তারা দ্রুতই রোগীদের চিকিৎসা কার্যক্রমে যুক্ত হবেন।
প্রসঙ্গত, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত ২৯ জন মারা গেছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৭ জন।
বার্তা বিভাগ প্রধান