রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। তাদের মধ্যে ২৫ জনই শিশু। এ ঘটনায় এখন পর্যন্ত চারটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত ৭৮ জন।
মঙ্গলবার সকাল ৮টার পর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক ডা. মো. সায়েদুর রহমান।
তিনি জানান, নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষক রয়েছেন। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের মধ্যে ছয়টি মরদেহ এতটাই পুড়ে গেছে যে এখনো শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
কোথায় কতজন ভর্তি:
বার্ন ইনস্টিটিউট: ৪২ জন, সিএমএইচ: ২৮ জন ভর্তি, ১৫ জনের মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ: ৩ জন, ইউনাইটেড হাসপাতাল: একজনকে মৃত অবস্থায় আনা হয়, উত্তরা আধুনিক হাসপাতাল: একটি দেহাবশেষ রয়েছে, সায়েদুর রহমান বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে যেসব রোগী আইসিইউ ও এইচডিইউতে আছেন, তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
আন্তর্জাতিক সহায়তার উদ্যোগ:
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে বার্ন ইনস্টিটিউটের একটি সমঝোতা স্মারক (MoU) রয়েছে। সায়েদুর রহমান জানান, ইতোমধ্যে সিঙ্গাপুরে কেস সামারি পাঠানো হয়েছে এবং সেখানকার হাইকমিশনার ব্যক্তিগতভাবে হাসপাতালে উপস্থিত থেকে পরবর্তী করণীয় নিয়ে কাজ করছেন।
জনসাধারণের প্রতি অনুরোধ:
হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রাখতে এবং রোগীদের স্বার্থে বার্ন ইনস্টিটিউট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুধু পরিচয়পত্র ও প্রয়োজনীয় প্রমাণ দেখিয়ে ভেতরে প্রবেশ করা যাচ্ছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী।
সায়েদুর রহমান জানান, আহতদের বেশিরভাগই শিশু এবং তাদের রক্তের তেমন চাহিদা নেই। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে।
মিডিয়ার জন্য নির্দেশনা:
সকালের ব্রিফিং শেষে জানানো হয়, পরবর্তী ব্রিফিং অনুষ্ঠিত হবে দুপুর ২টায়। এর আগে গণমাধ্যমকর্মীদের হাসপাতাল ভবনের বাইরে অবস্থান করতে বলা হয় এবং শুধু পরিচয়পত্রধারীদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয়।
সায়েদুর রহমান বলেন, কারা কোথায় ভর্তি আছেন সে সংক্রান্ত তথ্য পাবলিক ডোমেইনে দেওয়া হয়েছে। যারা এখনো স্বজনদের খুঁজে পাননি, তাদের সেই তথ্য দেখে শনাক্ত করার অনুরোধ জানান তিনি।
বার্তা বিভাগ প্রধান