সেনাবাহিনীতে পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও আনুগত্যের ওপর গুরুত্ব দিতে হবে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর উদ্বোধনী বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
ড. ইউনূস বলেন, ‘সৎ, নীতিবান, পেশাদার ও নেতৃত্বের গুণাবলি সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সেনা অফিসারদের পদোন্নতি দিতে হবে।’
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর প্রথম পর্বে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
এসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।