সিলেট নগরীর কাজির বাজারের চা দিতে দেরি করায় এক তরুণকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত ২২ বছরের তরুণ রোহান কাজ করতেন কাজির বাজারের মাছ বাজার সংলগ্ন একটি চায়ের দোকানে। তার বাড়ি সিলেটের মোগলাবাজারে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে অই চায়ের দোকানে এসে এক কাপ চা চান এক যুবক। প্রতিদিনের মতোই কর্মব্যস্ত সকাল ছিল রেস্টুরেন্টটি। চা পরিবেশনে কিছুটা বিলম্ব হলে রেস্টুরেন্ট কর্মচারী রুমনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন অই যুবক। রেস্টুরেন্ট মালিক ও আশপাশের মানুরষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তখন কেউ ভাবতে পারেনি, সামান্য এই বিরোধে ঝরে যাবে একটি প্রাণ।
ঘটনার কিছুক্ষণ পর সেই যুবক কয়েকজন সঙ্গী নিয়ে রেস্টুরেন্টে ফেরেন। এবার আর কথা নয়, সরাসরি ঝাঁপিয়ে পড়ে রুমনের উপর। রুমনকে একের পর এক ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা। রুমন লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায়।
আহত রুমনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান চলছে। পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। নিহতের বুকের দুই পাশে ৪ টি ছুরির আঘাত রয়েছে বলে প্রাথমিক ভাবে জানান তিনি।
বার্তা বিভাগ প্রধান