Home » সিলেট সিটিতে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে: নির্বাচন কমিশনার

সিলেট সিটিতে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে: নির্বাচন কমিশনার

সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কাউকে প্রশ্ন তোলার সুযোগ দেয়া হবে না জানিয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।’

শনিবার সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কাউকে প্রশ্ন তুলতে দেয়া হবে না। প্রার্থীরা প্রত্যেক কেন্দ্রে পোলিং এজেন্ট দিলে নির্বাচন নিয়ে কোন প্রশ্ন উঠবে না।’

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার আলিমুজ্জামানের সভাপতিত্বে ৭ মেয়র প্রার্থী ছাড়াও সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোসাম্মৎ নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান এবং জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান এ সময় বক্তব্য রাখেন।’

নিরপেক্ষ ও নির্বিঘ্ন নির্বাচন আয়োজনের জন্য সিলেটে পর্যাপ্ত র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েনের কথা জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, নিরাপত্তার স্বার্থে অস্ত্র ও অস্ত্র ছাড়া আনসার বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি প্রয়োজনের তুলনায় বেশি মোতায়েন করা হবে।’

তিনি বলেন, আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ প্রশাসন অযথা কোনো হয়রানি করবে না, কোন কর্মকর্তা অযথা হয়রানি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে বক্তব্য তুলে ধরেন।
আগামী ৩০ জুলাই সিলেটসহ ৩ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। বর্তমানে প্রার্থীরা প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *