২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারাদেশে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ হলেও সিলেট শিক্ষা বোর্ডে এই হার সবচেয়ে কম, মাত্র ৭৩.৩৫ শতাংশ। ফলে ১১টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের মধ্যে সিলেট বোর্ড আবারও সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এই বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী।
অন্যদিকে, যশোর শিক্ষা বোর্ডে সবচেয়ে ভালো ফলাফল হয়েছে। সেখানে পাসের হার ৯২.৩৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন শিক্ষার্থী। রাজশাহী বোর্ডে পাসের হার ৮৯.২৬ শতাংশ, বরিশালে ৮৯.১৩, ময়মনসিংহে ৮৫, ঢাকায় ৮৩.৯২, চট্টগ্রামে ৮২.৮০, কুমিল্লায় ৭৯.২৩ এবং দিনাজপুরে পাসের হার ৭৮.৪৩ শতাংশ।
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯.৬৬ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮১.৩৮ শতাংশ।