গেল বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর বেশ কয়েক মাস তিনি ছিলেন নীরব। তারপর হঠাৎ একদিন ফেসবুক লাইভে এসে নিজের এবং দলের পক্ষে অনেক কিছু বলেছেন। তখন জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যের লন্ডনে।
এতে সিলেটসহ সারাদেশে চলে তুুমুল আলোচনা- সমালোচনা। এবার তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।