চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম বাবু (৩২) চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদ্রাসা পাড়ার নুরুল ইসলামের ছেলে।
বুধবার (০২ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ১টা ১০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও তার বাবা মো. নুর ইসলাম জানান, ‘আমার ছেলে মো. ইবরাহিম বাবুসহ ৪-৫ জন বেলা সাড়ে ১২টার দিকে গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ ৭৯ পিলারের কাছে গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে শুনতে পাই আমার ছেলের লাশ বিএসএফের সদস্যরা ওপারে নিয়ে গেছে।’
দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমির জানান, নিহত ইব্রাহিম বাবুর গ্রামের বাড়ি ঝাঁঝাডাঙ্গা এলাকা পরিদর্শন করে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলে মারা যাওয়ার বিষয়টি জানা গেছে।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, খবরটি পাওয়ার পর ৩২ বিএসএফের কমান্ড্যান্ট সুজিত কুমারের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়।
সুজিতের বরাত দিয়ে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক জানান, দুপুরে কয়েকজন বাংলাদেশি স্বর্ণ পাচারকারী সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বিএসএফের টহলদল তাদের ধাওয়া করে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়।
নাজমুল হাসান আরও জানান, ‘কোনো বাংলাদেশি নিহত হয়েছে কিনা সেটি বিএসএফ নিশ্চিত করেনি। আবার কেউ মিসিং হয়েছে কিনা স্থানীয় বিজিবি ক্যাম্পে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’
বার্তা বিভাগ প্রধান