রাজধানীর টিকাটুলিতে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চার ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানান।
বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে টিকাটুলির মামুন প্লাজা নামে একটি ভবনের তৃতীয় তলায় ওই গোডাউনে আগুন লাগে। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
শাজাহান শিকদার জানান, ভোর ৫টার দিকে মামুন প্লাজায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থেলে উপস্থিত ছিল। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্রতা।
বার্তা বিভাগ প্রধান