Home » তিন সিটির নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না ওবায়দুল কাদের

তিন সিটির নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: রাজশাহী, সিলেট ও বরিশাল সিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনও হস্তক্ষেপ করা হবে না। জনগণ যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। শুক্রবার (১৩ জুলাই) দুপুর ২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সড়ক পরিদর্শনে এসে সেতুমন্ত্রী এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে নির্বাচনি এলাকায় যেতে পারেন, অথচ আমরা যেতে পারি না। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী এমপি ও মন্ত্রীরা এলাকায় যেতে পারবে না। আমরা সেই বিধি মেনে চলেছি। খুলনা ও গাজীপুরে আচরণবিধি লঙ্ঘন করিনি। এর আগে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও নির্বাচনি এলাকায় কখনও যাইনি।’ মহাসড়কের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘টাঙ্গাইল বাইপাসে যে সমস্যাটা হতো সেটা এখন রিপেয়ার মেইন্টেনেন্স করে রিজিট ট্রিটমেন্ট করার ফলে ওখানে এবার আর সমস্যা হবে না। দেউরিয়া রেলওভার পাসের কাজ প্রায় শেষ। তবে কিছু আইন সংক্রান্ত সমস্যা আছে। গত ঈদের চেয়ে এবার সেখানে যাত্রাটা আরও স্বস্তিদায়ক হবে। সড়কে চলাচলরত গাড়ির গতিও ভালো পাবে। কোরবানির ঈদে ফোরলেনে যাতায়াত অনেক সুবিধাজনক হবে। যেটা গত রোজার ঈদে ছিল না। এবার ঈদে ২৩টি নতুন ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করবে।’ এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর সড়ক বিভাগের প্রকৌশলী মারুফ হোসেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মাসুদ আলম প্রমুখ।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *