অনলাইন ডেস্ক: সবার নজর এখন ইরান-ইসরাইলের দিকে। এদিকে গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের আল তাহিলিয়া চত্বরে ত্রান নিতে আসা ফিলিস্তিনিদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে তেল আবিব। এতে কমপক্ষে ৪৫ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাসের হাসপাতালে হতাহতের উপচে পড়া ভিড় জমেছে। রোগির সংখ্যা ইতিমধ্যেই হাসপাতালটির ধারণ ক্ষমতা ছাড়িয়েছে গেছে।
বিশেষ করে জরুরি বিভাগ এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে নতুন করে রোগি রাখার সুযোগ হচ্ছে না। এতে চিকিৎসার অভাবেও মারা যাচ্ছে অনেক ফিলিস্তিনি। সর্বশেষ হত্যাকাণ্ড ঘটেছে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল সমর্থিত গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন দ্বারা পরিচালিত বিতর্কিত সহায়তা কেন্দ্রগুলিতে। এই ফাউন্ডেশনগুলো ইসরাইলি সামরিক বাহিনীর কঠোর নিয়ন্ত্রণাধীন এলাকায় কাজ করে।
সমালোচকরা এসব কেন্দ্রগুলোকে মানব কসাইখানা বলে অভিহিত করেছেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সোমবার বলেন, ইসরাইলের যুদ্ধের উপায় এবং পদ্ধতি গাজায় ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ ও অযৌক্তিক দুর্ভোগ ডেকে এনেছে। বিশ মাসের বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। এতে এখন পর্যন্ত ৫৫ হাজার ৩২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্রতিনিধি