জুন মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন দাম অনুযায়ী প্রতিলিটার ডিজেল কমেছে ২ টাকা আর পেট্রল ও অকটেনের দাম কমেছে লিটারে ৩ টাকা করে। তবে লিটারে ১০ টাকা বেড়েছে কেরোসিনের দাম।
শনিবার জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জুন মাসের জন্য এ দাম নির্ধারণ করা হয়েছে।
এতে বলা হয়েছে, জুনে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১০২ টাকায়। এছাড়া প্রতিলিটার অকটেন বিক্রি হবে ১২২ টাকায় আর পেট্রল পাওয়া যাবে ১১৮ টাকায়। অন্যদিকে প্রতিলিটার কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা।
আগে প্রতিলিটার ডিজেল ও কেরোসিনের দাম ছিল ১০৪ টাকা, পেট্রল ১২১ ও অকটেনের দাম ছিল ১২৫ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জুন থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে।