সিলেটে চোরাই ও অবৈধ পণ্য ঠেকাতে অভিযানে নেমেছে মোবাইল কোর্ট। আজ বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ৮টা থেকে সিলেটের এয়ারপোর্ট বাইপাস সড়কে এই অভিযান শুরু হয়।
অভিযানকালে তল্লাসী চালানো হচ্ছে ট্রাকসহ বিভিন্ন পণ্যবাহী গাড়িতে। এসময় আটক করা হয়েছে পাথর বোঝাই একটি ট্রাক।
জানা যায়, সীমান্ত পাড়ি দেশে চোরাইভাবে প্রবেশ করা ভারতীয় অবৈধ পণ্য জব্দ করতে আজ রাত ৮টা থেকে বিমানবন্দর সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে মোবাইল কোর্ট। এতে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুর রহমান। উপস্থিত রয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরাও।
অভিযানকালে একটি পাথর বোঝাই একটি ট্রাকে তল্লাসী চালানো হয়। ট্রাকের চালক পাথর ক্রয়ের কোন কাগজপত্র দেখাতে না পারায় পাথরসহ ট্রাকটি জব্দ করেন মোবাইল কোর্ট।