মধ্যরাতে সিলেটে ৫. ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (২৮মে) দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ২৯ সেকেন্ডে সিলেট অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানা যায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মনিপুরে।
সিলেট থেকে ২১৭ কিলোমিটার দূরে ভারতের মনিপুর রাজ্যে। তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর ২৩ ঘন্টা আগে সোমবার দিবাগত রাত ৩টা ২ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৬৫ কিলোমিটার দূরে মায়ানমারের চিন হাখা অঞ্চলে।
গভীর রাতে এ ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকেই টের পাননি।