সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

সিলেটে আকস্মিকভাবে বেড়েছে তাপমাত্রা। সিলেট জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানায় সিলেট আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৭ মে) চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত সিলেটের তাপমাত্রা রেকর্ড করা ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা চলতি বছরের সিলেটে সর্বোচ্চ বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, সিলেটে রেকর্ড করা তাপমাত্রা ছিলো ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে বিকাল ৪টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সূর্যের প্রখর খরতাপে পুড়ছে সিলেট। প্রচণ্ডে রোদে ভোগান্তি ছিলো পথচারী ও দিনমজুর মানুষের মধ্যে।
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত
মধ্যরাতে সিলেটে ৫. ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়াবিস্তারিত

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
সিলেটে আকস্মিকভাবে বেড়েছে তাপমাত্রা। সিলেট জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানায়বিস্তারিত