সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর সচিবালয়ে এই কর্মসূচি শুরু হয়।
এর আগে, রোববার সরকার ‘সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করে। এতে তদন্ত ছাড়াই মাত্র ৮ দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়াসহ শাস্তি, বরখাস্ত ও অপসারণের বেশ কিছু বিধান অন্তর্ভুক্ত করা হয়।
আন্দোলনকারীরা নতুন অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ বলে উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, এই অধ্যাদেশ সরকারি চাকরিজীবীদের নিরাপত্তা হরণ করবে এবং প্রশাসনিক স্বচ্ছতার পথে বাধা হয়ে দাঁড়াবে।
বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে বলে জানা গেছে।