কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারত অংশে এ ঘটনা ঘটে।
বিজিবি-৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতেরা হলেন শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৮) ও আজাদ হোসেন (২৬)। তাঁরা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। তবে তাঁরা কেন সীমান্তের ওপারে গিয়েছিলেন তা জানা যায়নি। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে ছররা গুলি ছোঁড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মো. জিয়াউর রহমান বলেন, কেন তাঁরা ভারতের অংশ গিয়েছিল তা জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
Leave a comment
Related News

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতেবিস্তারিত

রবিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা
দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে রবিবার (২৫ মে) বিকালে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বিস্তারিত