কানাইঘাট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ ইন করেছে বিএসএফ

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে ফের কয়েকজনকে পুশ ইন করল বিএসএফ। আজ শনিবার (২৪ মে) সকালে কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। এই ২১ জনের মধ্যে ১২ জন পুরুষ ৪ জন নারী ও ৫ জন শিশু। এর ১০ দিন আগে গত ১৪ মে একই উপজেলার আটগ্রাম সিমান্ত দিয়ে ১৬ জনকে পুশ-ইন করে বিএসএফ।
বিজিবি জানায়, ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে অনু প্রবেশের দায়ে এই ২১ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, ২১ জনকে আটক করা হয়েছে, তাদের পরিচয় নিশ্চিত হতে বিজিবি কাজ করছে। তিনি বলেন, বিজিবি আমাদের কাছে হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

সিলেটে নতুন করে আরও একজন করোনা রোগী বাড়লো
সিলেটে আরও একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন থেকে শহীদ শামসুদ্দিনবিস্তারিত

ড. মোমেন ও আনোয়ারুজ্জামানসহ ২৮৮ জনের বিরুদ্ধে আরেক মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার প্রায় ১০ মাস পর আদালতের নির্দেশে সিলেট নগরীর কোতোয়ালী থানায় মামলাটিবিস্তারিত