“শিক্ষকদের দক্ষতা অর্জনে প্রশিক্ষনের বিকল্প নেই” প্রফেসর চৌধুরী মামুন আকবর

সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজে ২০২৫ শিক্ষাবর্ষের বিএড প্রোগ্রামের ওরিয়েন্টশন সম্পন্ন। “শিক্ষকদের দক্ষতা অর্জনে প্রশিক্ষনের বিকল্প নেই” –প্রফেসর চৌধুরী মামুন আকবর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট- এর সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর বলেছেন, আধুনিক শিক্ষাই শিক্ষার প্রাণকেন্দ্র, দক্ষতা, যোগ্যতা অর্জনে প্রশিক্ষনের বিকল্প নাই। গতকাল (২৩ মে শুক্রবার ) সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট’র হলরুমে আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষের বিএড প্রশিক্ষনার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র কলেজের এডহক কমিটির সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক করিমা বেগম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, অতীতে শিক্ষকদের অনেক মূল্যায়ন ছিল, নিজেদের কৃতকর্মের কারণে তারা এ মূল্যায়ন পেতেন। শিক্ষকদের নিজেদের কর্মের মাধ্যমে এ মূল্যায়ন আদায় করে নিতে হবে। এজন্য শিক্ষকদের ক্লাসে মনোযোগী হতে হবে। প্রশিক্ষার্থীদের প্রতি আন্তরিক হতে হবে।
ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রভাষক মিথিলা রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক মো. জয়নাল আবেদীন, অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নবাগত শিক্ষার্থী উম্মে হাফিজ সম্পা ও মোতাহার হোসেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মাওলানা মাহমুদুর রশিদ , গীতা পাঠ করেন প্রভাষক স্বর্ণা পুরকায়স্থ।

প্রতিনিধি
Leave a comment
Related News

সিলেট মহানগর ছাত্রলীগের নেতার বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে পুলিশ
সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর ছাত্রলীগের ২০ নম্বর ওয়ার্ড কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ তারেকবিস্তারিত

কানাইঘাট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ ইন করেছে বিএসএফ
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে ফের কয়েকজনকে পুশ ইন করল বিএসএফ। আজ শনিবার (২৪ মে)বিস্তারিত