বিএনপি জামাত কে ডেকেছেন প্রধান উপদেষ্টা

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল শনিবার (২৪ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তার কার্যালয়ে ডেকেছেন।
শুক্রবার (২৩ মে) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সাথে দেখা করতে চান।’
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা এখনো তাদেরকে অফিসিয়ালি কিছু জানায়নি। আমরা বলেছি, দেখা করতে যাব কিনা, তা শনিবার জানাব।’ এর আগে তিনি আরও জানান, ‘বিএনপি গত ১৯ মে থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরের আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে।’
এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল শনিবার (২৪ মে) বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২২ মে) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়ে লিখেন, ‘প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’
Leave a comment
Related News

রবিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা
দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে রবিবার (২৫ মে) বিকালে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বিস্তারিত

বিএসএফের হাতে আটক নারী-শিশুসহ ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি
কাজের সন্ধানে ভারতে গিয়ে ফিরে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ২৪ জনবিস্তারিত