শাহজালাল থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারের ইঞ্জিনে ‘স্পার্ক’, জরুরি অবতরণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ (ফ্লাইট টিকে৭১৩) উড্ডয়নের পরপরই ইঞ্জিনে স্পার্ক (আগুনের স্ফুলিঙ্গ) দেখা দিয়েছে। তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। ফ্লাইটে থাকা ২৯০ জন যাত্রীর সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে। তাদের হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বার্ড হিটে (পাখির সঙ্গে ধাক্কা) উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল।
সংশ্লিষ্টরা জানান, ফ্লাইটটি সকাল ৭টা ৮ মিনিটে ফ্লাই করে মাওনার আকাশ থেকে আবার ফিরে আসে। পরে শাহজালালে সকাল ৮ টা ৩ মিনিটে জরুরি অবতরণ করে। সংশ্লিষ্টরা বলছেন, উড়োজাহাজের ডান ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) বার্ড হিটের কারণে ধোঁয়ার সৃষ্টি হয়।
শাহজালালের নির্বাহী পরিচালক রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিমানটি উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আগুনের ফুলকির মতো অবস্থার সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করেন।’
জানা গেছে, উড়োজাহাজটি বিমানবন্দরের ১৫ নম্বর বে-তে পার্কিং করে রাখা হয়েছে। আর ২৯০ জন যাত্রীর সবাইকে নিরাপদে নামিয়ে এনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাঠানো হচ্ছে। উড়োজাহাজটির বর্তমান কী অবস্থা, তা পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরবর্তী ফ্লায়িং টাইম এখনও নির্ধারণ করা হয়নি।
Leave a comment
Related News

শাহজালাল থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারের ইঞ্জিনে ‘স্পার্ক’, জরুরি অবতরণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ (ফ্লাইট টিকে৭১৩) উড্ডয়নের পরপরই ইঞ্জিনে স্পার্ক (আগুনেরবিস্তারিত

ভারতে পণ্য রফতানিতে স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা: যা বলছেন বিশেষজ্ঞরা
বাংলাদেশ থেকে তৈরি পোশাক (আরএমজি) ও প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রীসহ কিছু পণ্য স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেবিস্তারিত