ঢাকা সেনানিবাসের চারপাশে সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ: আইএসপিআর

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা সেনানিবাসের চারপাশের এলাকায় সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আগামী রোববার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৮ মে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় স্বরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।
প্রধান বিচারপতির বাসভবনসহ ৯ স্থানে সভা–সমাবেশ ও মিছিল নিষিদ্ধ: ডিএমপিপ্রধান বিচারপতির বাসভবনসহ ৯ স্থানে সভা–সমাবেশ ও মিছিল নিষিদ্ধ: ডিএমপি
এর আগে, গত ১৫ মে রাজধানীর ৯টি গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
নিষেধাজ্ঞার আওতায় থাকা স্থানগুলোর মধ্যে সুপ্রিম কোর্ট চত্বর, বিচারপতিদের বাসভবন সংলগ্ন এলাকা এবং আদালত সংলগ্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ অন্তর্ভুক্ত রয়েছে। সে সময় ডিএমপি জানায়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তারও আগে গত ১০ মে আরেকটি বিজ্ঞপ্তিতে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে ডিএমপি।

বার্তা বিভাগ প্রধান
Leave a comment
Related News

আমরা ভারতের মতো ‘পুশ ইন’ করি না, কূটনৈতিক সমাধানে বিশ্বাসী: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ কাউকে ভারতের মতো ‘পুশ ইন’ করে না, কূটনৈতিক সমাধানে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রRead More

ঢাকা সেনানিবাসের চারপাশে সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ: আইএসপিআর
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা সেনানিবাসের চারপাশের এলাকায় সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণাRead More