রাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকা থেকে এক পাকিস্তানি সেনাকে আটক করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। সরকারি সূত্রের বরাত দিয়ে গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি জানায়, পাকিস্তানের ওই সেনা বর্তমানে বিএসএফের হেফাজতে আছেন।
এই ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর আগে গত ২৩ এপ্রিল পাঞ্জাব সীমান্ত থেকে এক বিএসএফ জওয়ানকে পাকিস্তানি সেনারা আটক করে। ভারতীয় পক্ষের জোরালো প্রতিবাদ সত্ত্বেও তাঁকে এখনও ফেরত পাঠায়নি পাকিস্তান।
জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার নিয়েছে। হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র পাওয়া গেছে বলে দাবি করেছে ভারত।