Home » নারী সংস্কার কমিশনের সুপারিশে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে: জামায়াত আমির

নারী সংস্কার কমিশনের সুপারিশে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে: জামায়াত আমির

নারী সংস্কার কমিশনের সুপারিশে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার রাজধানীতে জেলা ও মহানগর আমীর সম্মেলনে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘নারী সংস্কার কমিশনের সুপারিশে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। কমিশনের বেশ কিছু সুপারিশ কুরআন-হাদিসের সাথে সাংঘর্ষিক। তাই দ্রুত এ কমিশন বিলুপ্ত করে নতুন কমিশন গঠন করতে হবে।’

৫ আগস্টের পর কোনো কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার অভিযোগও করেন জামায়াত আমির। একইসঙ্গে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

ডা. শফিকুর আরও বলেন, ‘নির্বাচনকে প্রভাবমুক্ত করতে আনুপাতিক হারে সংসদে আসন বরাদ্দ হওয়া প্রয়োজন। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা রাজনীতি করতে চান, তাদের ক্ষমতা ছাড়ার আহ্বান জানাই।’

দীর্ঘ ১৪ বছর পর আজ শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জেলা ও মহানগর আমির সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। এই আয়োজনে উদ্বোধনী বক্তব্য রাখেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এ সময় ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *