রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় বিএনপি-যুবদলের কর্মীদের সংঘর্ষে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে শাহ আলী এলাকার বাউনখোলা ঈদগাহ মাঠের পাশে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে যুবদল উত্তরের কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়ায় দুটি পক্ষ। চলে একে অপরের প্রতি গুলিবর্ষণ। গুলিতে আহত হন স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন রকি ও মোহাম্মদ ফাহিম। সাজ্জাদ হোসেনকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ইন্টারনেট ব্যবসা ও এলাকার আধিপত্য নিয়ে স্থানীয় যুবদল ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তাদের গুলিতে কয়েকজন আহত হন।
ঘটনার পর যুবদল উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কার্যালয়ের সামনে ছিল নেতা-কর্মীদের উপস্থিতি। তবে সংঘর্ষের বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।