Home » বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু

বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা থেকে শুরু হয়েছে ববর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান ফ্যাদিবাদের অবসান’।

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবির চারুকলা থেকে এই শোভাযাত্রা শুরু হয়। আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।

এবারের আনন্দ শোভাযাত্রায় সুলতানি ও মুঘল আমলের ঐতিহ্য লালন করে মিছিলের সম্মুখভাগে থাকছে পুলিশের সুসজ্জিত ১৮টি ঘোড়া। পরেই ২৮টি জাতিগোষ্ঠীর ৪৬৪ সদস্যের প্রতিনিধি দল। এছাড়া মিছিলে আরও থাকছে, চারুকলা অনুষদের দল।

পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০০ সদস্য বিশিষ্ট একটি দল থাকবে। এপর বান্দরবানের কিশোর ব্যান্ডদলের ১৪ সদস্য বিশিষ্ট একটি টিম। থাকবে ১০০ সদস্য বিশিষ্ট বামমা ব্যান্ডসংগীত শিল্পী-গোষ্ঠী। ৫০ সদস্য বিশিষ্ট বাউল সাধুর দল; ১০০ সদস্য বিশিষ্ট কৃষকদল ও মূলধারার শিল্পী-গোষ্ঠী, সাধনা নৃত্য সংগঠনের ১০০ সদস্যের দল; রংধনু পোশাকশ্রমিক শিল্পী সংগঠনের ৫০ জনের দল।

এরপর ২০ সদস্য বিশিষ্ট নারী ফুটবলারের একটি প্রতিনিধি দল, অ্যাক্রোবেটিক শিল্পীদের ১৭ সদস্য বিশিষ্ট একটি দল থাকছে। এরপরেই মিছিলে থাকবে ২০টি রিকশা নিয়ে রিকশা র‌্যালি; পাঁচটি ঘোড়ার গাড়ির বহর। মূল আকর্ষণ হিসেবে থাকছে ছোটবড় ৫০০টি মোটিফ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *