Home » সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে গণধর্ষণের অভিযোগে আটক ২

সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে গণধর্ষণের অভিযোগে আটক ২

সিলেটের এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে টিলায় নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১মার্চ) সকালে সিলেট এয়ারপোর্ট থানাধীন ছড়াগাঙ্গ টিলায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ইতোমধ্যে দুই যুবককে আটক করা হয়েছে।

গণধর্ষণের ঘটনায় ভিকটমের মা-বাবা মৌখিক অভিযোগ করেছেন বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

তিনি জানান, একটি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে আমরা জানতে পারি। ভিকটমের মা-বাবার কাছ থেকে তথ্য নিয়ে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।

এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, শাহপরান থানার দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া এবং একই থানার উত্তর মোকামের গোল পীরেরবাজার এলাকার হাসেম মিয়ার ছেলে আব্দুর রহিম।

ভিকটিম যুবতী বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) নিয়ে আসা হয়।

ভিকটিমের বাবা বলেন, চারদিন পূর্বে রাতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। তখন সবার অজান্তে ঘর থেকে বেরিয়ে আসে সে। আজকে সকাল ১০টার দিকে তার ছোটবোনের মুঠোফোনে কল দিয়ে জানায় সে চা পাতার বাগানে রয়েছে এবং তার রক্ত যাচ্ছে। পরে সন্ধ্যায় পুলিশ বাড়িতে গিয়ে আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে।

তিনি আরও বলেন, আমরা গরীব অসহায় মানুষ। আমার মেয়েটা মানসিক ভারসাম্যহীন। প্রায় সময়েই এভাবে ঘর থেকে বেরিয়ে শাহজালাল (রহ)ও শাহপরান (রহ) মাজারে চলে আসে। কখনো আমরা এসে নিয়ে যাই আবার কখন সে নিজেই চলে যায়। কিন্তু চারদিন পূর্বে বেরিয়ে এলে আর বাড়িতে যায়নি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন ধর্ষণের সাথে জড়িত থাকার কথা শিকার করেছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *