Home » স্বজনদের নিয়ে কাঠমান্ডুর পথে বিশেষ ফ্লাইট

স্বজনদের নিয়ে কাঠমান্ডুর পথে বিশেষ ফ্লাইট

প্লেন দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট।

মঙ্গলবার (১৩ মার্চ) ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্লেন দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সরকারের প্রতিনিধিরাও গেছেন।

সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধধ্বস্ত হয়। ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। এতে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ দফতর। উদ্ধার করা হয়েছে ১৯ আরোহীকে।

হাসপাতালে ভর্তি ১৯ আরোহী
কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আরোহীরা হলেন- এমরানা কবির হাসি, প্রিনয় ঢামি, সামিরা, কবির হোসাইন, মেহেদী হাসান, রিজওয়ানা আব্দুল্লাহ, স্বর্ণা সাইয়েদা কামরুন্নাহার, শাহরিন আহমেদ, মো. শাহীন বেপারী, কিশোর ত্রিপতি, হরি প্রসাদ সুবেদি, দয়ারাম তমরাকার, কিশান পান্ডে, বসন্ত বহরা, আশিষ রঞ্চিত, বিনোদ রাজ পুদয়াল, সনম সাক্ষী, দীনেশ হুমাগেইন এবং রেজুয়ানুল হক।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *