Home » বিটকয়েন অপরাধ সবধরনের ‘সাইবার’ হামলাকে ছাড়িয়ে যাবে

বিটকয়েন অপরাধ সবধরনের ‘সাইবার’ হামলাকে ছাড়িয়ে যাবে

ইসরায়েলের তেলআবিবে সাইবার নিরাপত্তা নিয়ে এক সম্মেলনে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বিটকয়েন অপরাধ সবধরনের সাইবার হামলাকে ছাড়িয়ে যাবে।’

আর্থিক লেনদেনে প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়ে তারা বলেন, এমন কোনো দিন যাচ্ছে না যে বিশ্বের কোথাও না কোথাও বিটকয়েন কেলেঙ্কারীর ঘটনা না ঘটছে।’

‘ এই ধরনের বুদ্ধিমত্তাজনিত প্রযুক্তিতে হুমকি বিশ্লেষক লোটেম ফিনকেলস্টিন বলেন, আর্থিখাতে জালিয়াতি ও হ্যাকিং এর ঘটনা ক্রমশ বাড়ছে। এরফলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি বিনষ্ট হওয়ার পাশাপাশি এধরনের প্রযুক্তি ব্যবহারে দুশ্চিন্তা বাড়ছে। টাইমস অব ইসরায়েল।’

‘আরেক বিশেষজ্ঞ জন ভেলিসস্যারিওস বলেন, পুঁজিবাজার, এক্সচেঞ্জ, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট ব্যবস্থাপনায় লেনদেনের ক্ষেত্রে বড় ধরনের হুমকি হয়ে উঠেছে বিটকয়েন জালিয়াতি। ‘কম্পিউটার আপডেট পদ্ধতি হস্তগত বা মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই তথ্য বা কোড পাচার হয়ে যাচ্ছে। এরফলে অর্থ বা সম্পদ স্থানান্তরে কেন্দ্রীয় কর্তৃপক্ষের অনুমতি পাশ কাটানোর মত ঘটনা ঘটছে। ইসরায়েলের বৃহত্তম ব্যাংক, ব্যাংক হ্যাপোয়ালিমএর সিটিও হাইম পিন্টো বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে কোনো বিশ্বাসযোগ্য বা আস্থাবান প্রযুক্তিগত নিরাপত্তা নেই। এরফলে বিটকয়েন জালিয়াতি বা কম্পিউটার হ্যাকারদের দৌরাত বাড়ছেই।’

‘পিন্টো আরো বলেন, গ্রাহকের অর্থের সঠিক উৎস জানা সম্ভব না হওয়ায় মুদ্রাপাচারের ক্ষেত্রে আগেভাগেই কোনো ব্যবস্থা নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।‘ অধিকাংশ ব্যাংকগুলো মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার করছে কোর প্লাটফরম হিসেবে। এক্ষেত্রে গ্রাহকের গোপনীয়তা রক্ষার আড়ালে এমন কিছু ঘটছে যা অপরাধ হলেও সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ ব্যবস্থাপনার আস্থায় ঘাটতি থেকেই যাচ্ছে।’
সীমিত পর্যায়ে হয়ত জালিয়াতি রোধ করা সম্ভব কিন্তু প্রযুক্তিগত ঘাপলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে খুব সহজেই কিছু করার থাকে না।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *