Home » সিলেটে ইসকন মন্দির নয়, এ যেন এক অস্ত্রের গুদাম

সিলেটে ইসকন মন্দির নয়, এ যেন এক অস্ত্রের গুদাম

সিলেটে ইসকন মন্দির নয়, এ যেন এক অস্ত্রের গুদাম’- একটি ছবি দিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরকম অপপ্রচার চলছে। বিভ্রান্তিকর ছবি পোস্ট করে একটি মহল সিলেটকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বিষয়টি নজরে এসেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি)। শুক্রবার দুপুরে গণমাধ্যমকর্মীদের এ সংক্রান্ত একটি প্রেসনোট প্রদান করেছে এসএমপি।
এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত প্রেসনোটে উল্লেখ করা হয়, ‘অতিসম্প্রতি বিভিন্ন ব্যাক্তি ফেসবুকে একটি বিভ্রান্তিকর ছবি পোস্ট করেছেন, যেখানে তারা দাবি করেছেন, “সিলেটে পাওয়া গেলো ইসকন মন্দির নয় এ যেন একেকটা অৃস্ত্রের গুদাম!!”। প্রকৃতপক্ষে, এই ছবিটি

সিলেটের ইসকন মন্দিরের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। এটি একটি পুরোনো ছবি এবং অন্য কোনো স্থানের ঘটনা। সিলেট ইসকনের কার্যক্রম সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে আছে।

সকলকে অনুরোধ করা হচ্ছে, যাচাই না করে এ ধরনের তথ্য শেয়ার না করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।’ জানা গেছে, দেশের অন্য কোন স্থানের একটি ছবিকে সিলেট ইসকন মন্দিরের দাবি করে একটি মহল ফেসবুকে অপপ্রচার চালিয়ে ধর্মীয় উস্কানি দেওয়ার চেষ্টা করছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *