Home » সিলেটে এবার ভারতীয় কম্বলের চালান ধরলো পুলিশ

সিলেটে এবার ভারতীয় কম্বলের চালান ধরলো পুলিশ

চিনি, কসমেটিক্স, কাপড় ও সিগারেটসহ বিভিন্ন ধরণের পণ্যের পর এবার সিলেটে ধরা পড়েছে ভারতীয় কম্বলের চালান। পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় শাহপরাণ থানাপুলিশ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় কম্বলের চালান জব্দ করে। এসময় ২ জনকে আটক করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় সিলেট-তামাবিল মহাসড়কের পীরেরবাজার পাম্পের সামনে পিকআপ ভ্যানটি আটক করে ভারতীয় কম্বলের চালানটি জব্দ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৭টা ১০ মিনিটের দিকে বটেশ্বর থেকে পীরের বাজারের দিকে যাওয়ার সময় একটি পিকআপ গাড়িকে সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু পিকআপটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পীরের বাজার পাম্পের সামনে গাড়িটি আটক করা হয়।

এসময় পিকআপের ভেতর থেকে ১৯টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। প্রতিটি কম্বলের বাজার মূল্য ৬ হাজার টাকা হিসেবে ১ লাখ ১৪ হাজার টাকা মূল্যের চালানটি জব্দ করা হয়।

এসময় দুইজনকে আটক করা হয়- সিলেটের জৈন্তাপুর উপজেলার ময়নাহাটি গ্রামের মতিন মিয়ার ছেলে ইমরান (২৪) ও একই উপজেলার কামাল হোসেনের ছেলে আবদুল্লাহ আল মামুন (২৫)।

এ ঘটনায় গাড়ি চালক জৈন্তাপুর থানার ছামাদ (৩২) পলাতক রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *