Home » স্যার সলিমুল্লাহ মেডিক্যালে ভাইরাল সেই যুবক আটক

স্যার সলিমুল্লাহ মেডিক্যালে ভাইরাল সেই যুবক আটক

রাজধানীতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের লেকচার গ্যালারিতে লাঠি নিয়ে ঢুকে পড়া যুবক জুবায়ের আলীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে কিশোরগঞ্জ শহরের সতাল এলাকা থেকে আটক করা হয়। পরে রাত পৌনে একটার দিকে ঢাকার কোতোয়ালি থানা পুলিশের একটি দল কিশোরগঞ্জ মডেল থানা থেকে তাকে নিয়ে গেছেন।

আটক জুবায়ের কিশোরগঞ্জ পৌরসভার বাসিন্দা।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শ্যামল জানান, আটকের পর তাকে ঢাকার কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করেছে। সেখানে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে কেন ওই যুবক লাঠি নিয়ে চিকিৎসকদের ক্লাসে ঢুকে পড়েছিলেন তা তাৎক্ষণিক জানা যায় নাই।

রোববার সকালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের লেকচার গ্যালারিতে লাঠি হাতে জুবায়ের আলী ঢুকে পড়েন। এসময় শিক্ষার্থীদের গালাগাল করার পাশাপাশি মেঝেতে লাঠি দিয়ে আঘাত করে আতঙ্ক ছড়ান। বিষয়টি সোস্যালে ভাইরাল হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *