মারা গেছেন ‘হ্যারি পটার’-এর প্রফেসর ‘মিনার্ভা ম্যাকগোনাগল’ তথা ডেম ম্যাগি স্মিথ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। খবর ভ্যারাইটির।
অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ছেলে ক্রিস লারকিন ও টবি স্টিফেনস। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘তিনি দুই ছেলে ও পাঁচ নাতি-নাতনিকে রেখে প্রয়াত হয়েছেন। ম্যাগির মতো অসাধারণ মা ও বড় বোনকে হারিয়ে ভেঙে পড়েছেন দুই ছেলে ও নাতি-নাতনিরা।’
বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে শোকাচ্ছন্ন চলচ্চিত্র জগৎ। মন খারাপ হ্যারি পটারের। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
এর আগে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর মারা গেছেন ‘হ্যারি পটার’ সিরিজের আরেক বর্ষীয়ান অভিনেতা ‘ডাম্বলডোর’ তথা মাইকেল গ্যাম্বন। ২০২২ সালে মারা গেছেন প্রফেসর ‘হ্যাগরিড’র চরিত্রাভিনেতা রবি কোলট্রেন। একের পর এক অভিভাবক হারিয়ে চলেছে ‘হ্যারি পটার’।
প্রসঙ্গত, জেকে রাউলিং সৃষ্ট হ্যারি পটার চরিত্রটির অভিযান নিয়ে একাধিক উপন্যাস প্রকাশিত হয়েছে। সেই কাহিনি অবলম্বনেই হলিউডে তৈরি হয়েছে একাধিক ছবি। ২০০১ সালে মুক্তি পেয়েছিল প্রথম ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসরার্স স্টোন’। সিরিজের শেষ ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ’ মুক্তি পায় ২০১১ সালে।
শুধু হ্যারি পটারই নয়। ১৯৬৯ সালে ‘দ্য প্রাইম অব মিস জ বর্দি’ সিনেমার জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন ম্যাগি। ১৯৭৮ সালে অস্কারজয়ী সিনেমা ‘ক্যালিফোর্নিয়া সুট’-এরও অংশ ছিলেন তিনি।
এ ছাড়াও তাঁর উল্লেখযোগ্য ছবি ‘দ্য বেস্ট এক্সটিক ম্যারিগোল্ড হোটেল’, ‘কোয়ার্টেট’, ‘ওথেলো’, ‘ট্রাভেলস উইথ মাই আন্ট’, ‘রুম উইথ আ ভিউ’, ‘গোসফোর্ড পার্ক’। টিভি সিরিজ ‘ডাউনটন অ্যাবি’-তেও অভিনয় করেছিলেন ম্যাগি।