জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি ম দ ও নগদ টাকাসহ যুবক আটক

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর একটি দল জাফলং চা বাগান এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সেনা সদস্যরা জাফলং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় চা পাতা ও নগদ অর্থসহ একজনকে আটক করা হয়েছে। জাফলং চা বাগান এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক বিভাস ছত্রী (৩২) গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং গ্রামের মৃত প্রমথ ছত্রীর ছেলে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর একটি দল জাফলং চা বাগান এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদের নেতৃত্বে সেনা সদস্যরা জাফলং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিভাস ছত্রীকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮৯ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, ২৩৪ কেজি ভারতীয় চা পাতা ও নগদ চার লক্ষ সাতান্ন হাজার টাকা।
শুক্রবার ভোর পাঁচটার দিকে বিভাসকে মদ, চা পাতা ও নগদ অর্থসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ।
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১২ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীবিস্তারিত

সিলেটের আর কোন পাথর কোয়ারি খুলে দেওয়া হবে না : পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটের আর কোন পাথর কোয়ারিবিস্তারিত