Home » ঈদে ফাঁকা রাস্তাঘাট, দুর্ভোগে যাত্রীসাধারণ

ঈদে ফাঁকা রাস্তাঘাট, দুর্ভোগে যাত্রীসাধারণ

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরঃ  সারা দেশের ন্যায় সিলেট নগরীতে ও পালিত হচ্ছে ঈদের এ উৎসব। সকালে ঈদের জামাতে রোদের খানিকটা দেখা মিললেও তার কিছুক্ষন পরেই আবার শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি।  তার ওপর নগরীর গুরুত্বপূর্ন সড়কগুলোতেও নেই গণপরিবহনের তেমন চলাচল। তিন চাকার রিকশা, মোটর-সাইকেল ছাড়া আর কোনো যানবাহনেরই নেই চোখে পড়ার মত উপস্থিতি। কিছু সংখ্যক যানবাহন থাকলেও তারা ঈদের এ সংকটকে কাজে লাগিয়ে দাবি করছেন দ্বিগুণ পরিমাণে ভাড়া ও ঈদ বকশিশ।  এতে করে চরম বিপাকে পড়েছেন ঈদে বের হওয়া পরিবার-পরিজন নিয়ে। বাধ্য হয়েই তাদের অনেকে বর্ধিত ভাড়া দিয়ে বেড়াতে যাচ্ছেন আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবের বাসায়। আর যারা বর্ধিত ভাড়ায় যেতে পারছেন না তারা বৃষ্টিতে ভিজে ভিজেই রওনা হচ্ছেন তাদের গন্তব্যস্থলে। এতে করে তারা যেমন দুর্ভোগের স্বীকা র হচ্ছেন তার উপর ঈদে পড়া নতুন পোশাক ও সাজ ও নষ্ট হচ্ছে। সরেজমিনে দেখা যায় সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ন সড়ক মির্জাজাঙ্গাল, জিন্দাবাজারপয়েন্ট, বন্দরবাজার, চৌহাট্টা ও সুরমা মার্কেটে তেমন যানবাহনের উপস্থিতি নেই গুটিকয়েক সিএনজি অটো-রিকশা থাকলেও তা বসে থাকতে দেখা যায়। বর্ধিত ভাড়া ছাড়া তারা কোথাও যাচ্ছেন না। এ অবস্থায় বিঘ্নিত হচ্ছে নগরবাসীর ঈদ উৎসব। তাছাড়া একে বৃষ্টি আর সকাল বেলার এই সময়ে সবাই উৎসব কাটাতে এখন বের হননি। তাই এখনও পর্যন্ত এই দুর্ভোগ সহনীয় পর্যায়ে রয়েছে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তারা যখন বের হবেন তখন এ দুর্ভোগ চরমে দেখা দিতে পারে।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *