Home » সব রেকর্ড ভেঙে ছোট লেবুর হালি ২০০ টাকা

সব রেকর্ড ভেঙে ছোট লেবুর হালি ২০০ টাকা

ইফতারে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত দেহের জন্য দারুণ উপকারী। অথচ এই লেবুর দাম এখন নাগালের বাহিরে। সিলেটের বিশ্বনাথে ২০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি হালি লেবু। কয়দিন আগেও সাইজ ভেদে যে লেবু হালিতে বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়, আজ দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতি হালি ২০০ টাকায়।

অন্যদিকে, পাল্লা দিয়ে বেড়েছে খিরা-শসা ও টমেটোর দামও। ৭০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সালাদ’র এই দুই আইটেম। উপজেলার সবজি বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র । ফলে অধিকাংশ মানুষকেই ইফতারি থেকে বাদ দিতে হচ্ছে শরবত ও সালাদ।

বিক্রেতাদের দাবি, এখন লেবুর সিজন নয়। কিনতে হয়েছে বেশি দামে। তাই বেশি দামে বিক্রিও করতে হচ্ছে।

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা ও বাজার মনিটরিং কমিটির সভাপতি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *