Home » শপথ নিলেন সিলেটের ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

শপথ নিলেন সিলেটের ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

বঙ্গভবনে শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

এরমধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট), মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদ।

আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া বিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ডা. সামন্ত লাল সেন ও শফিকুর রহমান চৌধুরীর বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। এ ছাড়া আব্দুস শহীদের বাড়ি মৌলভীবাজার।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *