কবিতা অধিকারী মালা: পবিত্র রমাদ্বান মাসব্যাপী আলা হযরত (রহ:) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের দারুল ক্বেরাত সম্পন্ন হয়েছে। ২৬ রমাদ্বান মঙ্গলবার সমাপনী দিনে প্রকল্পের প্রধানক্বারী হাফেজ আব্দুল হামিদের সভাপতিত্বে এবং ক্বারী হাছান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়কাপন বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাও: হারিছ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রতিষ্ঠাতা ও নাজিম মোঃ সালেহ আহমদ (স’লিপক), সৈয়দ আবু ইকবাল, আব্দুল মছব্বির, তাজুল ইসলাম প্রমুখ।
অতিথিবৃন্দরা পরীক্ষা ও বিভিন্ন ইভেন্টে উর্ত্তিণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কারাদি তোলে দেন।
নির্বাহী সম্পাদক