Home » রাঙামাটিতে পাহাড় ধসে ১১ জন নিহত

রাঙামাটিতে পাহাড় ধসে ১১ জন নিহত

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পাহাড় ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

“কোয়ালিটি চাকমা জানান, উপজেলার বড়পুলপাড়ায় দুই পরিবারের চারজন, ধর্মচরণকার্বারিপাড়ায় একই পরিবারের চারজন এবং হাতিমারা এলাকায় দুজন মারা গেছেন। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটেছে।”

“নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লা আল মামুন এবং নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ পাহাড় ধসের ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও কতজন মারা গেছেন, তা জানাতে পারেননি।”

“রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বলেছেন, স্থানীয় সূত্রে আমি আটজনের মৃত্যুর বিষয়টি জেনেছি। কিন্তু পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ স্বাভাবিক না থাকায় ইউএনও কিংবা ওসি ওই এলাকাগুলোতে এখনো পৌঁছাতে পারেননি।”

“ তাই নিশ্চিত করেই ঠিক কতজন নিহত বা নিখোঁজ রয়েছেন তা জানাতে সময় লাগছে।তাঁর বক্তব্যের পর আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *