Home » ফেইসবুক লাইভে তরুণীর আত্মহত্যা

ফেইসবুক লাইভে তরুণীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক:  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। ঘটনাটি ঘটেছে  দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বৈদ্যপাড়া এলাকায়।  দ্বাদশ শ্রেণির ছাত্রী ১৭ বছরের মৌসুমী মিস্ত্রি ফেইসবুকে লাইভ করছিলেন বন্ধুদের সঙ্গে। এ সময় তিনি ঘটনাটি ঘটান। পুলিশ এসে যখন শিক্ষার্থীর লাশ উদ্ধার করে, সেই সময়েও তার মোবাইলে খোলা থাকা ফেসবুক লাইভ মোডেই ছিল। আত্মঘাতী মৌসুমী সোনারপুরের কামরাবাদ হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। সামনের বছরই তার উচ্চ মাধ্যমিকে বসার কথা ছিল।

পুলিশ জানায়, স্থানীয় ঘাসিয়াড়ার বাসিন্দা এক তরুণের সঙ্গে সম্পর্ক ছিল মৌসুমীর। তার সঙ্গে শনিবার একটি অনুষ্ঠানেও গিয়েছিল সে। সন্ধে সাড়ে ছ’টা নাগাদ বাড়ি ফিরে আসে। তার পর সে দিন রাতে ওই তরুণের সঙ্গেই ফেসবুক লাইভে কথা বলতে বলেই আত্মহত্যা করে সে।

এদিকে শিক্ষার্থীর মা জানান, শনিবার নাইট ডিউটি ছিল। ফলে সে দিন সন্ধেতেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তবে, তার আগে মেয়েকে দেখে কিছু একটা সন্দেহ হয়েছিল তাঁর। এদিকে তদন্তের স্বার্থে এক তরুণকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে পুলিশ।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *