কবিতাটি লিখেছেন: মুহিত খান
দীন বেড়েছে সাম্য কই?
শূণ্য হাতে সাক্ষ্য কই?
যাতনাতে যাচ্ছে মরে দীন বিখারী তোমরা কই?
নিয়ম মেনে করছে পূজো তাদের খাবার গেল কই!
পাচ্ছে যারা সবকিছু আজ নিচ্ছে তারা কাদের দান?
ঘাম ঝরেছে যাদের থেকে অট্টালিকা তাদের কই?
নিশ্চুপে তাই বসে আছে জাতিস্মরে আসবে কেউ?
হয়তোবা কেউ আসবে আবার শক্ত হতে ভিন্ন ঢেউ।
অশ্রু ঝরে যাদের থেকে খিল খিলিয়ে হাসে কেউ যেমন ছিলো আছে তেমন তিক্ত শুধু স্পর্শ কেউ