দীপাবলিতে ধনদেবী লক্ষ্মীর আবাহন করেন ভারতীয়রা। আর যাঁরা স্বয়ং লক্ষ্মীর বরপুত্র! সেই ভারতীয় ধনকুবেররাও লক্ষ্মীর আরাধনা করেন বৈকি। তবে তাঁরা পুজো করেন জোড়া লক্ষ্মীর। ধনদেবীর পাশাপাশি গৃহদেবীকেও তুষ্ট করতে হয়। দেশের ধনী শ্রেষ্ঠ মুকেশ অম্বানী যেমন তাঁর ‘গৃহলক্ষ্মী’র জন্য দীপাবলিতে কিনেছেন ১০ কোটি টাকার উপহার। স্ত্রী নীতা অম্বানীর জন্য সেই উপহার কিনে একটি রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন অম্বানী।
নীতাকে এই দীপাবলিতে একটি রোলস রয়েস গাড়ি উপহার দিয়েছেন মুকেশ। গাড়িটি আসলে একটি বিলাসবহুল এসইউভি। মডেলের নাম রোলস রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ। মুকেশ নিজেও একটি রোলস রয়েস ব্যবহার করেন। সেটি সোনালি রঙের। সেটিরও দাম ১০ কোটি টাকার কিছু বেশি। নীতার জন্য অবশ্য কালো রঙের রোলস রয়েস কিনেছেন তিনি।
প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিবেগের এই গাড়ির ভিতরে কালো রঙের বিলাসবহুল লাউঞ্জ সিট রয়েছে। রয়েছে অন্যান্য আধুনিক সুযোগ সুবিধাও। উল্লেখ্য মাস কয়েক আগেই বলিউড ‘বাদশা’ শাহরুখ খানও এই ব্ল্যাক ব্যাজ রোলস রয়েস কিনেছেন।
তবে নীতাকে দেওয়া অম্বানীর গাড়িটি রেকর্ড করেছে উপহার হিসাবে দেওয়া সবচেয়ে দামি গাড়ি হিসাবে। এর আগে এত দামি গাড়ি এ দেশে কেউ কাউকে উপহার দেননি কখনও।
নির্বাহী সম্পাদক