এরই ধারাবাহিকতায় গত ২৫ আগস্ট ২০২৩ তারিখ রাত্রী ২১.১৫ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বালুয়াপাড়া এক্সেপটন এগ্রো ভিশন ফিড কোম্পানী এর সামনে বগুড়া হতে রংপুরগামী মহাসড়কের উপর যাত্রীবাহী বিভিন্ন বাসে যাত্রীদের দেহ ও ব্যাগ তল্লাশীকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১জন ব্যক্তি কৌশলে বাস হতে নেমে পালানোর চেষ্টাকালে ১০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা-মৃত সুলতান হাওলাদার, সাং-সিরামপুর, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে।
উক্ত মাদক ব্যবসায়ীর প্রকৃত মাদকের লেনদেনের উৎস উদ্ঘাটনের নিমিত্তে র্যাব-১৩, রংপুর এর তদন্ত চলমান রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং ধৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নির্বাহী সম্পাদক