শ্রীমঙ্গল প্রতিবেদক: গতকাল ছিল শুক্রবার কিন্তু পবিত্র ঈদুল ফিতর,কে সামনে রেখে শ্রীমঙ্গল এ ব্যবসায়ী সমিতি সাধারণ মানুষের কথা চিন্তা করে ঈদের আগের দিন শুক্রবার পর্যন্ত কাপড়ের দোকানগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুধু কাপড়ের দোকানপাট গুলোই খোলার রাখা হয়নি খোলা রাখা সবরকমের দোকান।সাধারণ মানুষের সুবিধার জন্য এমন সিদ্ধান্ত। গতকাল শ্রীমঙ্গল এর স্টেশন রোডে অবস্থিত নিউ সুপার মার্কেটে ক্রেতাদের অনেক ভীর ছিল।সেই মার্কেটের অনেক ব্যবসায়ীর সাথে আলাপ করে জানা গেছে যে তাদের পর্যাপ্ত কাপড়চোপড় মজুত আছে সবার জন্য। সেখানে প্রতিটি কাপড় শার্ট,পাঞ্জাবী, শাড়ি,সবরকম কাপড় খুবই সুলভমূল্যে বিক্রি করা হয়। কয়েকজন ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানতে পেরেছি তাদের প্রতিদিন এই নিউ সুপার মার্কেটে গড়ে বিক্রি আসে ১০ থেকে ১৫ লক্ষ টাকা।