Home » ফেসবুক ট্রেন্ডিং নিউজ বন্ধ হচ্ছে!

ফেসবুক ট্রেন্ডিং নিউজ বন্ধ হচ্ছে!

প্রযুক্তি ডেস্ক : টুইটার থেকে ব্যবহারকারীদের নিজেদের দিকে টানতে ২০১৪ সালে ট্রেন্ডিং নিউজ বিভাগ চালু করেছিল ফেসবুক।

সেখানে খবরের আপডেট ও হেডলাইন দেওয়া হতো। তবে ট্রেন্ডিং বিভাগ নিয়ে ফেসবুকের সমস্যায় শুরু হয় ২০১৬ থেকে।’

অভিযোগ উঠে, উদারনৈতিক চিন্তাধারাকে অতিরিক্ত প্রাধান্য দিচ্ছে ফেসবুক। এজন্যই ট্রেন্ডিং নিউজের বিভাগ বন্ধ করা হচ্ছে। এরই মধ্যে ট্রেন্ডিং টপিক বিভাগের এডিটরদের সেখান থেকে সরিয়ে সফটওয়্যার বিভাগের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে।’

‘যেসব টপিক নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করতো সেগুলোতেই ট্রেন্ডিং বিভাগে দেখানো হতো। যদি কোন সংবাদ যদি একটি মাত্র সংবাদমাধ্যমে প্রকাশিত হতো তবে সেটি ফেসবুকের কাছে ‘ভুয়া খবর’ বলে বিবেচিত হত। এমন অনেক অভিযোগের ভিত্তিতেই ট্রেন্ডিং খবরের বিভাগ বন্ধ করছে ফেসবুক।’

তবে বিভাগটি পুরনো হয়ে গেছে বলেই তা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ফেসবুক। এর পরিবর্তে নতুন তিন তিনটি বিভাগ চালু করতে যাচ্ছে ফেসবুক।’

এগুলো হলো – ব্রেকিং নিউজ, টুডে ইন এবং নিউজ ভিডিও ইন ওয়াচ। তবে এই তৃতীয় বিভাগটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। এই বিভাগে বড় ঘটনা গুলো সরাসরি সম্প্রচারিত হবে।”

ব্রেকিং নিউজ নিয়ে আপাতত পরীক্ষামূলক ভাবে কাজ করবে ফেসবুক। এর জন্য উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ভারত ও অস্ট্রেলিয়ার ৮০টি পাবলিশারের সঙ্গে কথা বলেছে।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *