Home » সীমান্তিক কলেজের পক্ষ থেকে এসএসসি উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সম্মাননা প্রদান

সীমান্তিক কলেজের পক্ষ থেকে এসএসসি উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সম্মাননা প্রদান

প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক ছাত্র-ছাত্রীরাই আগামীর বাংলাদেশ বির্নিমাণে অগ্রণী ভূমিকা পালন করবে……..প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দীন

আজ সিলেট শহরস্থ সীমান্তিক (মহিলা) কলেজ, সিলেট এর উদ্যোগে এসএসসি  উত্তীর্ণ কৃতি ছাত্রীদেরকে সম্মাননা প্রদান করা হয়,সীমান্তিকের পরিচালক ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ  তাপাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে নারীদেরকে প্রযুক্তি নির্ভর শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে, এক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবককে, সচেতন থেকে সঠিক দিক নির্দেশনা ও উৎসাহ প্রদানের মধ্য দিয়ে ছাত্রীদেরকে আগামীর বিজ্ঞান ও প্রযুক্তি মনস্ক হিসেবে গড়ে তুলতে হবে,

এজন্য প্রয়োজন আধুনিক ও প্রযুক্তি নির্ভর একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানের, বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত সিলেট শহরে অবস্থিত নিজস্ব ক্যাম্পাস নিয়ে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত এত বড় ক্যাম্পাস আমার মনে হয় সিলেট শহরে আর দ্বিতীয়টি নেই, এই কলেজের দক্ষ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে এখানে অধ্যয়ণরত  ছাত্রীরা বিশ্বে নিজেদের আত্ম- অবস্থান সুদৃঢ় করবে। প্রভাষক মিথিলা রায় ও কংকন আচার্য্যের  উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্রী শেখ শামীমা ও  গীতা থেকে পাঠ করেন দ্বাদ্শ শ্রেনির ছাত্রী শিমলা সূত্রধর,  কলেজের উপাধ্যক্ষ মাসুমা আক্তার স্বাগত বক্তব্য রাখেন, অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদিন, ম্যাটস এর প্রিন্সিপাল ডা. তামান্না খান

প্রভাষক মো. হারুন রশিদ।   অনুষ্ঠানের ২য় পর্বে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে গান পরিবেশন করেন কংকন আচার্য্য, মিথিলা রায়, স্বর্ণা পুরকায়স্থ,একাদশ শ্রেণির শিক্ষার্থী নিশিমা, আয়েশা, তানহা এবং কবিতা আবৃত্তি করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী উমা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *