২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বার্তাটি লিখেছেন: shuddhobarta24@

আমার সম্পর্কে : This author may not interusted to share anything with others
প্রচ্ছদ বিভাগ সিলেট

এ্যাডভোকেট সুশীল চন্দ্র দাসের বাড়িতে সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোটার : সিলেটের ইসকন মন্দিরে হামলার মামলার আইনজীবী এ্যাডভোকেট সুশীল চন্দ্র দাসের বাড়িতে সন্ত্রসী হামলা হয়েছে। এ্যাডভোকেট সুশীল চন্দ্র দাস সিলেট জেলার বালাগঞ্জ থানার পূর্ব গৌরীপুর ইউনিয়নের কায়েস্ত ঘাট চক গ্রামের সুধির চন্দ্র দাস। গত ২/১১/২০২২ইং তারিখ রাত সাড়ে ৮টার দিকে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর করে।
খুজ নিয়ে জানা গেছে, এডভোকেট সুশীল চন্দ্র দাস সিলেট ইসকন মন্দিরে হামলার মামলার আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করে আসছিলেন। উক্ত মামলায় আসামিপক্ষ তদন্তকারী কর্মকর্তা কে প্রভাবিত করে মামলায় চুড়ান্ত প্রতিবেদন দাখিল করিলে এডভোকেট সুশীল চন্দ্র দাস উক্ত প্রতিবেদন এর বিরুদ্ধে না রাজী দাখিল করিলে আসামিপক্ষ সুশীল চন্দ্র দাস এর উপর কিপ্ত হয়। এ ঘটনায় সুশীল চন্দ্র দাস কে মামলা পরিচালনা না করার জন্য আসামিগন প্রাণিনাশের হুমকি দিতে থাকে। কিন্তু এডভোকেট সুশীল চন্দ্র দাস আসামীদের হুমকি না শুনে মামলা পরিচালনা করায় আসামীগন এই হামলা চালায়। সুশীল চন্দ্র দাস এর ভাই জানান, আসামীগন তাহার ভাইকে খোঁজ করে না পেয়ে এই হামলা চালায়।

Leave a comment