ডেস্ক নিউজ: পাথর, চুমকি, লেইস বসানো জাঁকজমক শাড়ির চলটা এবার কম। মসলিন, বেনারসি, ঢাকাই জামদানি এবং কাতান শাড়িই থাকছে ক্রেতাদের প্রথম পছন্দে। ক্রেতাদের পছন্দকে মাথায় রেখে ফ্যাশন হাউস লা রিভ নিয়ে এসেছে আকর্ষণীয় সব ডিজাইনের শাড়ি নিয়ে সেজেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘লা রিভ।’ শাড়িগুলোর উপকরণ, রং এবং নকশায় যোগ হয়েছে বৈচিত্র্য। এবারের ঈদে খানিকটা গরম থাকায় সুতি, খাদি, অ্যান্ডি, সিল্ক, হাফ সিল্ক শাড়ির প্রতি সবার আগ্রহ একটু বেশি। ক্রেতাদের আগ্রহের কথা মাথায় রেখে প্রকৃতির সঙ্গে মিল রেখে শাড়িতে ব্যবহার করা হয়েছে হালকা ও উজ্জ্বল রং। নীল, বেগুনি, ম্যাজেন্টা, ফিরোজা, পেস্ট, সাদা, গোলাপি, সবুজ রং ব্যবহার করা হয়েছে। শাড়িতে থাকছে চওড়া পাড়ের আধিক্য।
বার্তা বিভাগ প্রধান