Home » জালালাবাদ থানায় কিশোরী গণধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার ও ভিকটিম ওসিসিতে ভর্তি

জালালাবাদ থানায় কিশোরী গণধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার ও ভিকটিম ওসিসিতে ভর্তি

গত ১৭/০৪/২০২২খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকা হইতে ০৮.৩০ ঘটিকা পর্যন্ত সময় এজাহারনামীয় আসামী ১। মোহাম্মদ আলী (২৩), পিতা-আব্দুল মনাফ, সাং-উমাইরগাঁও, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, বর্তমানে- শিবেরবাজার, মীম রেস্টুরেন্ট এর বাবুর্চি, থানা-জালালাবাদ, জেলা-সিলেট ২। দৌলত মিয়া (২৮), পিতা-মৃত কালা মিয়া, সাং-জাঙ্গাইল, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৩। ফরহাদ (২৭), পিতা- আলী আহমদ, সাং-দিঘীরপাড়, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, বর্তমানে- শিবেরবাজার, মীম রেস্টুরেন্ট এর কর্মচারী, থানা-জালালাবাদ, জেলা-সিলেট ৪। মোঃ ইব্রাহিম আলী (২৪), পিতা-আলতাব হোসেন, সাং-আমতইল, ইউ/পি- রামপাশা, থানা-বিশ^নাথ, জেলা-সিলেট, বর্তমানে-শিবের বাজার, রাজন রেস্টুরেন্ট এর কর্মচারী, থানা-জালালাবাদ, জেলা-সিলেটগণ কর্তৃক ভিকটিম সীমা বেগম (১৭) অপহরন ও গণধর্ষনের শিকার হয়। বর্ণিত ঘটনার বিষয়ে অদ্য ১৯/০৫/২০২২খ্রিঃ তারিখ ভিকটিমের পিতা মোঃ কাশেম মিয়া (৪৫), সাং-করিমপুর (বাড়ি জগন্নাথপুর), থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-শিবের বাজার পুলিশ ফাঁড়ির ৩য় তলা, থানা-জালালাবাদ, জেলা-সিলেট বাদী হইয়া থানায় লিখিত এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-১৩, তারিখ-১৯/০৫/২০২২খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৭/৯(৩) রুজু করা হয়। মামলা রুজুর পরবর্তী সময়ে পুলিশ পরিদর্শ (তদন্ত) জনাব মোঃ আবু খালেদ মামুন মামলার তদন্তভার গ্রহন করতঃ অদ্য ২০/০৫/২০২২ইং রাত অনুমান ০২:৩৫ ঘটিকার সময় অত্র জালালাবাদ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া এজাহারনামীয় আসামী ১। মোহাম্মদ আলী (২৩), ২। দৌলত মিয়া (২৮), ৩। ফরহাদ (২৭), ৪। মোঃ ইব্রাহিম আলী (২৪) দের গ্রেফতার করেন। উক্ত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন। বর্তমানে ভিকটিম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসাধীন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *